‘তাপসকে বিডিআর ডিজি করার ষড়যন্ত্র হয়েছিল’

মাহমুদুর রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতা

‘তাপসকে বিডিআর ডিজি করার ষড়যন্ত্র হয়েছিল’

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর বন্দি ছিলেন মেজর (অব.) জায়েদী আহসান হাবিব। তাকে বন্দি রাখা হয়েছিল ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিকের বাসায়। তার কাছেই জায়েদী শুনেছিলেন, ব্যারিস্টার ফজলে নুর তাপসকে বিডিআর ডিজি করার ষড়যন্ত্র হয়েছিল।

২০ জানুয়ারি ২০২৫